• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    জন্মদিনে মেয়র হানিফের কবরে শ্রদ্ধা

      সাংবাদিক জয় ডেস্ক নিউজ: ১ এপ্রিল ২০২৩ , ৮:১৩:০৬ প্রিন্ট সংস্করণ

    অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) আজিমপুর কবরস্থানে তার কবর জিয়ারতের মাধ্যমে জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।কবর জিয়ারতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদ সাঈদ খোকন তার প্রয়াত পিতার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। পরে দুস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাবার বিতরণ করেন।

    মোহাম্মদ হানিফ ১৯৪৪ সালের ১ এপ্রিল পুরান ঢাকার আবদুল আজিজ এবং মুন্নি বেগমের পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন। তার নেতৃত্বেই ১৯৯৬ সালের মার্চ মাসে ‘জনতার মঞ্চ’ গঠিত হয়। যা ছিল আওয়ামী লীগের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট।
    ৯৬-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে দলের বিজয়ে ভূমিকা রাখেন মোহাম্মদ হানিফ। ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার সময় মানবঢাল রচনা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে রক্ষা করেন। একের পর এক গ্রেনেডে বঙ্গবন্ধু কন্যা প্রাণে রক্ষা পেলেও মারাত্মক আহত হন মোহাম্মদ হানিফ। যন্ত্রণা সহ্য করেই মোহাম্মদ হানিফ জাতীয় রাজনীতিতে সক্রিয় থেকে ২০০৬ সালের ২৮ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

    আরও খবর

    Sponsered content