• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    শাহজাদাপুর, শাহবাজপুর, পানিশ্বর ও নোয়াগাঁও  ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে ডা: আশীষ এর  মতবিনিময় সভা 

      প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ৩:২৪:১৪ প্রিন্ট সংস্করণ

    আল মামুন খান সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

    শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও সরাইল সদরের সন্তান ডা: আশীষ কুমার চক্রবর্তীর সাথে তার নিজ বাড়িতে শাহজাদাপুর, শাহবাজপুর, পানিশ্বর ও নোয়াগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, সকল মেম্বারগণ  ও নাগরিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    সাংবাদিক নারায়ন চক্রবর্তী’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডা: আশীষ কুমার চক্রবর্তী। তিনি তার বক্তব্যে  পনেরোই আগষ্ট কালরাত্রিতে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে দেশ গঠনে আত্মনিয়োগ করতে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন । উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে- দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অবহেলিত সরাইলের ভাগ্য পরিবর্তনে নৌকা প্রতীক এখন সময়ের দাবী বলে তিনি মনে করেন। ভবিষ্যতে তিনি যদি এই অঞ্চলে কাজ করার সুযোগ পান, তাহলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়েই অবহেলিত অঞ্চলের অসমাপ্ত কাজের উন্নয়নে নিয়োজিত রাখবেন। দীর্ঘদিন ধরে ডা: আশীষ কুমার চক্রবর্তী সরাইলে শিক্ষা ও স্বাস্থ্য উভয়ক্ষেএে উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
    অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন পানিশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান, শাহজাদপুর ইউনিয়নের সদস্য অমরেশ সরকার সহ বক্তৃতা প্রদান করেন পানিশ্বর ইউনিয়নের ইউপি সদস্য মো: লায়েস , নোয়াগাঁও ইউনিয়নের নাদিরা বেগম, নোয়াগাঁও ইউনিয়নের জৈষ্ঠ্য সদস্য মি: সোহাগ মিয়া, শাহবাজপুর ১ নং ওয়ার্ডের জৈষ্ঠ্য সদস্য আরিজ মিয়া, হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বৈদ্য,দওড়ার আপন মিয়া,  শাহজাদপুর ৯ নং ওয়ার্ডের সদস্য সুমন রেজা , সুশীল সমাজের প্রতিনিধগণ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডা: আশীষ কুমার চক্রবর্তীকে ভবিষ্যতে নেতৃত্বে আসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত করেন এবং উন্নয়নমূলক কাজে তার পাশে থাকার অঙ্গীকার করেন। মতবিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খান পলাশ, , পার্থ সারথী চক্রবর্ত্তী সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট সরাইলের সকল গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং তিনটি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, সকল মেম্বারগণ ও নাগরিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এবং ১৪ আগস্ট জনসংযোগের পাশাপাশি ১৫ আগস্ট সরাইলের জনসাধারণের জন্য ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্প এবং সরাইলের অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ (শুধুমাত্র টোকেন প্রদর্শণ সাপেক্ষে) অনুষ্ঠিত হবে।

    আরও খবর

    Sponsered content