• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বিদ্যালয়ের পরিবেশে সন্তোষ প্রকাশ ঈদগাঁওতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত প্রশিক্ষণ

      প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ৫:৪৬:৪৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:

    ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ আজ ২৫ জুন ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের ব্যবস্থাপনা করেছে উপজেলা প্রশাসন, ঈদগাঁও। জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এন আই এল জি) ইউনিয়ন পরিষদ সম্পর্কিত এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন আয়োজক সংস্থার পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মোঃ সবুর হোসেন। এতে স্থানীয় পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিব মিলে ৬১ জন অংশ নেন।
    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ নাসিম আহমেদ ও ঈদগাঁও উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।

    এদিকে জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক জয়েন্ট সেক্রেটারী মো: সবুর হোসেন ও ঈদগাঁও উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: জাকারিয়াকে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে স্বাগত ও ফুলেল শুভেচ্চা জানান প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মিনুন্নাহার সহ কর্মরত শিক্ষকবৃন্দ এবং গার্ল -ইন গাইড সদস্যরা। কর্মকর্তাবৃন্দ বিদ্যালয়ের মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

    আরও খবর

    Sponsered content