• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র মিজান

      প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ৪:৩৪:৩৫ প্রিন্ট সংস্করণ

    তানোর প্রতিনিধি:

    রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান হাজারো নেতাকর্মী থেকে শুরু করে আপামর তানোর বাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। তাকে গত ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার ধানমন্ডির এক বাসভবন থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেন। দশ দিন ঢাকার কেরানীগঞ্জ কারাভোগ করে গত ৬ আগষ্ট রবিবার ঢাকার জেলা জজ আদালত থেকে জামিন লাভ করেন ও পরদিন সোমবার জেল থেকে বের হন। এর কয়েকদিন পর শুক্রবারে তিনি তানোরে আসেন। ঢাকা থেকে বিমানে জেলার নওহাটা বিমান মন্দরে বিকেল চারটার দিকে নামেন। সেখান থেকে শতশত মোটর সাইকেল বহরে নেতাকর্মীরা মিজানুর রহমান মিজানকে গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ভবন দলীয় কার্যালয়ে নিয়ে আসেন ।
    জানা গেছে, গত জুলাই মাসের ২৮ তারিখ শুক্রবারে ঢাকার নয়াপল্টনে বিএনপির মহা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগদানের জন্য বিএনপি নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিজান তার আগে ঢাকায় যান । সেখানে ধানমন্ডির এক বাসায় উঠেন তিনিসহ সিনিয়র নেতারা। বাসা থেকে সমাবেশের আগের রাতে ডিবি পুলিশ মিজানসহ নেতাদের আটক করে ৫৪ ধারায় কেরানিগঞ্জ কারাগারে প্রেরন করেন।
    পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা জানান, গত রবিবারে ঢাকার জেলা জজ আদালত থেকে জামিন পেয়ে সোমবার কারাগার থেকে মুক্ত হন এবং কয়েকদিন ঢাকায় থাকেন মিজান। শুক্রবার বিকেল চারটার দিকে বিমান যোগে নওহাটায় নামেন। এদিকে শুক্রবার দুপুর ২ টা থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শতশত মোটরসাইকেল নিয়ে বিমান বন্দরে উপস্থিত হন এবং অনেকে বৃষ্টির কারনে বাগধানী অবস্থান করেন। প্রায় ৮/৯ শো মোটরসাইকেল নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের নেতৃত্বে জেলা বিএনপি নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিজান কে গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। কার্যালয়ে উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে মিজান বলেন, এই সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা বেসামাল হয়ে পড়েছে। এক দফার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফেরার কোন সুযোগ নেই। শুধু আমি মিজান না আমারমত হাজার হাজার নেতাকর্মীরা বিনা কারনে কারাভোগ করছেন। এত নেতাকর্মী কে কারাগারে পাঠিয়ে বিএনপির আন্দোলন দমাতে পারেনি সরকার, পারবেও না। তিনি আরো বলেন ভয়ের কোন কারন নেই, ক্ষমতা সীনরা গলার জোরে টিকে আছেন। তাদের গলাবাজিতে কোন ভয় নেই। আপনারা আবারো প্রমান করেছেন তানোরের মাটি বিএনপির ঘাটি।কারন টিপির টিপির বৃষ্টির মধ্যে হাজারো নেতাকর্মীর উপস্থিতি এটাই প্রমান করে। এসময় উপজেলা বিএনপির আহবায়ক সহ সিনিয়র বিএনপি নেতা সাবেক সভাপতি সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, সাবেক সম্পাদক বদের আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা,ইয়াসিন আলী, ওবাইদুর মোল্লা, যূবদল নেতা, মাহফুজুর রহমান, আতিকুর রহমান, লিটন, নজরুল ইসলাম, ছাত্র দল নেতা শহিদুল, বিএনপি নেতা গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন । শেষে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া করেন বর্ষিয়ান নেতা মাওলানা আবুল কাশেম। এসময় বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, গত ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে সাবেক মেয়র জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় বিএনপি নেতা রাজশাহী মহানগর বিএনপির সাবেক সম্পাদক শফিকুল হক মিলন ও জেলা যুবদল নেতা উজ্জল এবং তানোর উপজেলার পাঁচন্দর ইউপি যুবদল নেতা লুৎফা রহমান এবং পারিলা ইউপি যুবদল সভাপতি রানা শেখকে ঢাকার ধানমন্ডির এক বাসা থেকে ডিবি পুলিশ আটক করেন।

    আরও খবর

    Sponsered content