• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    খাগড়াছড়িতে ৬৪ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৩:০৩:২৮ প্রিন্ট সংস্করণ

    এ কে আজাদ,বি‌শেষ প্রতি‌নি‌ধিঃ

    খাগড়াছড়ি জেলা সদরের পূর্ব শান্তিনগর এলাকার সাধন মাষ্টারের বাড়ি থেকে ৬৪ লাখ ৪৮ হাজার ৪০০ টাকার ভারতীয় সিগারেট জব্দসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ।

    বুধবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে জেলা ডিবি পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা শাখার এস আই (নি.) মোহাম্মদ আশিকুর রহমান, এসআই (নি.) উক্যমং রাখাইন, এসআই (নি.) নিক্সন চৌধুরী অভিযান চালিয়ে BENSON & HEDGES = ৯২৫ কার্টুন। MADE IN LONDON ORIS =১৯৭ কার্টুন। MOND Strawberry = ৯২৮ কার্টুন, MOND green apple = ৫১০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৬৪ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।

    আটককৃত মোঃ রাজু (২৩) পিতাঃ ফুলমিয়া খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া এলাকায় বা‌সিন্দা। অন‌্যজন স্বরনদেব (৪২)পিতাঃ হরেন্দ্র লাল দেব জেলার দিঘীনালা উপজেলার থানা পাড়া এলাকার বা‌সিন্দা।

    খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে বিকালে সংবাদ সম্মেলনে এসপি মুক্তাধর জানান, পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে নিয়ে আসা এসব ভারতীয় সিগারেট গুলো জেলা শহরে আনা হয়। এরপর এ চক্রের সদস্যরা বিভিন্ন উপায় অবলম্বন করে দেশের আনাচে কানাচে বাজার গুলোতে বিক্রির জন্য ছড়িয়ে দেয়। আটককৃত এ দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। এ চক্রের বাকী সদস্যদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যহত থাকবে।

    আরও খবর

    Sponsered content