• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    দুপচাঁচিয়া থানার অভিযানে ০৬ জুয়ারী গ্রেফতার

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ১১:৩২:১১ প্রিন্ট সংস্করণ

    মো কাউসার মিয়া দিপু ( বগুড়া) প্রতিনিধি

    দুপচাঁচিয়া থানার অভিযানে ০৬ জুয়ারী গ্রেফতার কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দুপচাঁচিয়া থানা পুলিশ।

    দুপচাঁচিয়া থানা সূত্রে জানা যায়, এসআই(নিঃ)/পলাশ অধিকারী দুপচাঁচিয়া থানা,বগুড়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুপচাঁচিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা কালে দুপচাঁচিয়া থানাধীন গুনাহার ইউপির অর্ন্তগত মধ্য নুরপুর সাকিনে জনৈক মোঃ মোজাফ্ফর আলী(৪০), পিতা-মৃত মনতাজ আলী এর পুকুরের পশ্চিম পাড় হইতে আসামী ১. মোঃ তোফাজ্জল হোসেন(৪৫), পিতা-মোঃ বছির উদ্দিন মোল্লা ,স্থায়ী: গ্রাম- নুরপুর (মধ্যনুরপুর) , উপজেলা/থানা- দুঁপচাচিয়া, জেলা -বগুড়া, বাংলাদেশ ২. মোঃ শাকিল প্রামানিক(৩০), পিতা-মোঃ দুদু মিয়া ,স্থায়ী: গ্রাম- গোবিন্দপুর (বানিয়াদিঘী) , উপজেলা/থানা- দুঁপচাচিয়া, জেলা -বগুড়া উদ্ধার- ১। উদ্ধার-১। নগদ অর্থ ১৫২০/-(এক হাজার পাঁচশত বিশ) টাকা, ২। ০২(দুই) সেট জুয়া খেলার তাস, ৩। ০১(এক)টি প্লাস্টিকের বস্তাসহ ইং ১২/০৮/২০২৩ তারিখ দুপুর ১৩.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর নিকট হতে প্রাপ্ত আলামত গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করেন।

    উল্লেখিত ঘটনায় এসআই(নিঃ)/পলাশ অধিকারী বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু হয়।অপর আর একটি অভিযানে এসআই (নিঃ)/ মোঃ মোসাদ্দেকুল ইসলাম, দুপচাঁচিয়া থানা,বগুড়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুপচাঁচিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা কালে দুপচাঁচিয়া থানাধীন গুনাহার ইউপির অন্তর্গত দোছিয়া সাকিনে জনৈক মোঃ আঃ সালাম(২৮), পিতা-মৃত আঃ সাত্তার এর পরিত্যক্ত বাড়িতে পূর্ব দুয়ারী ঘরের মেঝেতে হইতে আসামী ১। মোঃ মেহেদী হাসান(২২), পিতা-মোঃ দুলাল প্রাং, সাং-মাটিহাস, ২। মোঃ সোহাগ ইসলাম(৩০), পিতা-মোঃ শহিদুল ইসলাম, ৩। মোঃ জাকির হোসেন(২৩), পিতা-মোঃ আঃ রহিম, উভয় সাং-দোছিয়া, ৪। মোঃ সোহরাব হোসেন(২৮), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-ভাতহান্দা, সকলের থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে উদ্ধার ১। নগদ অর্থ=৪,১৫০/-(চার হাজার একশত পঞ্চাশ) টাকা, ২। জুয়া খেলার তাস ০২(দুই) সেট, ৩। একটি ছেড়া পাটিসহ ইং ১২/০৮/২০২৩ তারিখ রাত্রী ২৩.৫০ ঘটিকার সময় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর নিকট হতে প্রাপ্ত আলামত গুলি সাক্ষীদের সম্মুখে জব্দ করেন।

    উল্লেখিত ঘটনায় এসআই(নিঃ)/মোঃ মোসাদ্দেকুল ইসলাম বাদী হয়ে একখানা এজাহার দায়ে করলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু হয়েছে আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃআবুল কালাম আজাদ।

    আরও খবর

    Sponsered content