• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় কিশোর ভ্যান চালক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা

      প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৫:৫৭:৩১ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়ায় কিশোর রিকশা ভ্যন চালক মইদুল ইসলাম (১৫) কে হত্যা দায়ে অভিযুক্ত ৩ আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ড হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলো বগুড়ার গাবতলী উপজেলার মাহিষাবান ইউনিয়নের মহিষাবান মোল্লাপাড়ার নুরু মোল্লার ছেলে মোঃ সাইদুল ইসলাম, মহিষাবান দেবোত্তর পাড়ার মোঃ সাত্তার মোল্লার ছেলে মোঃ জহিদুল ইসলাম ও মোঃ আয়েজ উদ্দিন প্রাং এর ছেলে মোঃ ফটু। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে সাইদুল ইসলাম জামিনে গিয়ে পলাতক আছে এবং গ্রেফতারের পর হতে তার সাজা কার্যকর হবে। বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল আজ রোববার (১৩ আগস্ট) এই মামলার রায় দেন। উল্লেখ্য, গাবতলীর মহিষাবান উত্তরপাড়ার আকবর হোসেন আকন্দের ছেলে মইদুল ইসলাম রিকশা ভ্যন চালক ছিল। গত ২০০০ সালের ৮ নভেম্বর সকাল ৯ টার দিকে সে তার রিকশা ভ্যন ভাড়ায় চালানোর জন্য বাড়ি হতে বের হয়। এরপর ওইদিন শেষে রাত ৯ টা পর্যন্ত সে বাড়িতে ফিরে না এলে তার বাবাসহ বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এ এক পর্যায়ে তার গ্রামের শাপলা মন্ডলকে মইদুলের কথা জিজ্ঞাসা করলে শাপলা মন্ডল জানায় যে আসামি সাইদুল ইসলাম একটি রিকশা ভ্যন তার বাড়িতে এনে বলে যে, এই পুরাতন রিকশা ভ্যন তোমার জন্য এনেছি।
    তখন শাপলা মন্ডল বকাবকি করলে আসামি সাইদুল ইসলাম রিকশা ভ্যনটি ওই গ্রামে তার শ্বশুর পুটকা মন্ডলের বাড়িতে রাখে। সেখানে আকবর হোসেন লোকজন নিয়ে গিয়ে আসামি সাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে আবোল তাবোল বলতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ওই রিকশা ভ্যন বের করে দেয় এবং জানায় যে, সাজাপ্রাপ্ত অপর আসামি জাহিদুল ইসলাম ও মোঃ ফটু মন্ডল মিলে কিশোর মইদুল ইসলামকে রাত ৮ টার দিকে গলায় গামছা দিয়ে গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের নাংলার বিলের পশ্চিমে ধোপাদিঘী নামকস্থানে রাস্তার পাশে ধানের জমির মধ্যে হত্যা করে লাশ ফেলে রেখেছে।
    এরপরে ধৃত আসামি সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে লোকজন ওই স্থানে যায় এবং মইদুলের লাশ শনাক্ত করে। ওই দিন রাত সাড়ে ১২ টার দিকে ধৃত আসামি সাইদুল ইসলামকে গাবতলী থানায় সোপার্দ করে এবং এব্যাপারে নিহত মইদুল ইসলামের বাবা আকবার হোসেন আকন্দ বাদি হয়ে ওই আসামিরে বিরুদ্ধে গাবতলী থানায় এই মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে এস আই কে এম ফিরোজ ওই আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে এপিপি এড. মোঃ নাছিমুল করিম হলি এবং আসামি পক্ষে এড.মুঞ্জুরুল আলম মন্নু ও স্টেট ডিফেন্স এড. ছানোয়ার হোসেন।

    আরও খবর

    Sponsered content