• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কক্সবাজারে সদরের খুরুশকুল থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার

      প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ১:৫৫:০৬ প্রিন্ট সংস্করণ

    রায়হান উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:

    সদর উপজেলার অন্তর্গত খুরুশকুল ডিসি রোডস্থ বশির পাড়া থেকে পাহাড়তলী ০৭নং ওয়ার্ডের শাহনুর নগর এলাকার বাসিন্দা আব্দুল আজিজের লাশ উদ্ধার করা হয়।

    আজ ২৩/০৬/২০২৩ ইং সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় অত্র এলাকার কিছু লোকজন পার্শ্ববর্তী আশ্রয়ণ প্রকল্পে চলমানরত কাজের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে খালি মাঠে লাশটি দেখতে পেয়ে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবগত করে।

    ঘটনাটি জানার পরপরই জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এরই মধ্যেই সদর থানার অন্যান্য পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্য গণ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

    লাশের বাহ্যিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায়, তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, সেই সূত্র ধরে ধারণা করা হয় তাকে খুন করা হয়েছে কিন্তু কে বা কারা তাকে হত্যা করেছে সেই হদীস এখনো পর্যন্ত পাওয়া যায় নি।

    মনে করা হচ্ছে তার চালিত ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্য ছিনতাইকারীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে এনে কৌশলে হত্যা করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালবেলা আনুমানিক সাড়ে ৮ টার দিকে অত্র এলাকার কয়েকজন লোক পার্শ্ববর্তী আশ্রয়ণ প্রকল্পে চলমানরত কাজের জন্য বের হলে রাস্তার ধারে উক্ত লাশটি দেখতে পেয়ে এলাকার অন্যান্য লোকজনকে জানানো হয় পরে ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি পুলিশকে অবগত করা হয়।

    ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ শনাক্ত করণের পর সকাল ১১ টার দিকে বিভিন্ন মাধ্যমে নিহত ব্যক্তির ছবি প্রকাশিত হলে তার পরিবার বিষয়টি জানতে পারে এবং পরিবারের সদস্য গণ গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেন।

    নিহত আব্দুল আজিজের স্ত্রী বলেন, আমার স্বামী প্রতিদিন সকালে বের হয়ে অটো চালিয়ে রাত ১২ টার দিকে বাসায় চলে আসে কিন্তু গতকাল বাসা থেকে বিকেলের দিকে বের হয়ে অধিক রাত পর্যন্ত ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু কোনো সন্ধান পায় নি পরবর্তীতে সকাল ১১ টার দিকে বিভিন্ন ব্যক্তিবর্গের সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের ফলে আমরা মৃত্যুর খবর জানতে পারি।

    উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, সিআইডির ইন্সপেক্টর মিতশ্রী বড়ুয়া বলেন, সুরতহাল এর মাধ্যমে জানতে পেরেছি লাশের শরীরে ৫টি স্টেপ ইঞ্জুরি রয়েছে যতটুকু বুঝতে পেরেছি এর একেকটির গভীরতা প্রায় ২ ইঞ্চির মতো এবং এই ইঞ্জুরিতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহত ব্যক্তির পকেট থেকে আমরা তার ব্যবহৃত হ্যান্ডসেট ও ১২০ টাকা পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তার সাথে থাকা জিনিসপত্র লুঠ করার জন্য নয় তার ব্যবহৃত ইজিবাইকটি ছিনতাই করার জন্য এই হত্যাকান্ডটি সংঘটিত করা হয়েছে।

    সদর থানার ওসি জানান, আমরা ইতিমধ্যেই আসামীদের ধরতে প্রক্রিয়া শুরু করেছি দ্রুত সময়ের মধ্যেই আসামীদের আইনের আওতায় আনা হবে।

    আরও খবর

    Sponsered content