• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বরগুনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবস পালন

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৮:১১:১৭ প্রিন্ট সংস্করণ

    বরগুনা প্রতিনিধিঃ

    আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭ টা ৩০ মিনিটে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পন করেন বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এসময় বরগুনা জেলা প্রশাসন, বরগুনা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জাতির পিতার স্মৃতিস্তম্ভে পুস্প অর্পন করা হয়।
    এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকমীর্র মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ সাইমুল ইসলাম রাব্বি, বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম কিবরিয়া সাবু, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি মিঠ, বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাগর কর্মকার ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (সাইফ), প্রমুখ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
    এসময় সংগঠনের নেতা কমীর্রা বলেন, ১৯৭৫ সালের এ দিনে মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক হত্যাকান্ড ঘটেছিল। বেদনাবিধুঁর এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের নির্মমভাবে হত্যা করে তাঁরই হাতে গড়া সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য। লাখো প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার মাত্র ৪ বছরের মাথায় এমন হত্যাকান্ডে সারা বিশ্ব স্থম্ভিত হয়েছিল।
    বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, দেশের স্থপতি ও প্রেসিডেন্টকে এমন নৃশংসভাবে সপরিবারে হত্যার ঘটনা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, জাতির পিতার বড় ছেলে শেখ কামাল, দ্বিতীয় ছেলে শেখ জামাল, ছোট ছেলে শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাগনে ও সাবেক ছাত্র নেতা শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, ছোট ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতী সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা—কর্মচারীকে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে সেই সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

    আরও খবর

    Sponsered content