• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    কলমাকান্দায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৫:৫২:৫০ প্রিন্ট সংস্করণ

    আব্দুর রশিদ কলমাকান্দা প্রতিনিধি :

    নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান (মিজান) ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু ,কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম (পিপিএম), উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিম,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মো. আওয়াল মিয়া,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক অমিত সরকার,উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আনিসুজ্জামান আনিস,সদস্য সচিব সুজন সাহা প্রমূখ।

    এছাড়াও উপজেলার বঙ্গবন্ধু পাঠাগার, বীর মুক্তিযোদ্ধা,৭৫ প্রতিরোধ যোদ্ধা পরিষদ, কলমাকান্দা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
    এর আগে সুর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পাতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। তাছাড়া উপজেলাসহ ইউনিয়নগুলোতে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ নানা কর্মসূচী আয়োজন করা হয়।

    আরও খবর

    Sponsered content