• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    পলাশবাড়ীতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী পালিত

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ১:২৪:৩০ প্রিন্ট সংস্করণ

    শেখ নাসির আহমেদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল সোমবার সকালে টাউন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রথান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।

    সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু,রিপোর্টাস ইউনিটির সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ অন্যান্যরা। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    জন্ম বার্ষিকীর আলোচনা সভায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন ও কবি গুরুর আত্মার শান্তি কামনা করেন বক্তাগণ ।

    আরও খবর

    Sponsered content