• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    জাতীয় শোক দিবসে অভয়নগরে আওয়ামী লীগের শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৫:১৫:৩১ প্রিন্ট সংস্করণ

    অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ-

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরের অভয়নগরে স্মরণকালের সর্ববৃহৎ শোক র‌্যালী করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারে এ শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শোক র‌্যালী নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন ও শোক র‌্যালী শেষে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারাজী মনির হাসান তাপস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এছাড়া দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ কালো পতাকা উত্তোলন করা হয়। সকল ৭ টা থেকে দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    Sponsered content