• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চিত্র বিচিত্র

    ভূরুঙ্গামারীতে গাঁজাসহ-১ নারী মাদক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ১:৫০:২১ প্রিন্ট সংস্করণ

    বাদশা আলমগীর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

    কুড়িগ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জেলা পুলিশ। এর ই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের বড় খাটামারী এলাকার নুরনবী ইসলাম এর বসত বাড়ির অভিযান চালিয়ে ঘরের ভিতর হতে ৩ কেজি গাঁজাসহ ১ মহিলা মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,গত সোমবার (১৯ এপ্রিল) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুভাষ চন্দ্র রায়, এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই শাহিন আল মামুন, এএসআই পরিতোষ কুমার সরকার, এএসআই হারুন অর রশিদ, আশরাফুল ইসলাম, রনজিৎ কুমার রায়, জসিম উদ্দিন, সুজিনা আক্তারসহ অত্র থানাধীন ৬ নং জয়মনিহাট ইউনিয়নের বড় খাটামারী মৌজাস্থ নুরনবী এর বসত বাড়ির টিনের ঘরের ভিতর হতে ৩ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারি সাবানা খাতুন (২৯) কে আটক করা হয়। আটকের পর শাবানা খাতুন (২৯) বলেন, তার স্বামী নূরনবী ইসলাম (৩৫), ও আল আমিন (২৯)সহ দুই জনের সহযোগীতায় জব্দ কৃত গাঁজা ভারত থেকে সংগ্রহ করে সিরাজগঞ্জ, বগুড়া পরিবহন যোগে মাদক ডিলারদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।এই বিষয়ে

    ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে শাবানা খাতুন কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব‍্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content