• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ২:০৯:১১ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :

    ব্রাহ্মণবাড়িয়া, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে। তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে।কমিশন গঠন করা হবে। আমরা সেই আইন ড্রাফ্‌ট করে ফেলেছি। আপনারা হয়ত বলবেন অনেকেই তো মারা গেছেন। তাহলে এখন কেন এটা করা হবে। আমি বলতে চাই কোনো প্রতিহিংসার কারণে না, জাতিকে সঠিক ইতিহাস জানানোর জন্য এটা আমরা করবো।মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাতীয় শোক দিবস উপলক্ষে রেলওয়ে স্টেশনের সামনে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় পধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখানে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দুইজন বিদেশে অবস্থান করছেন। একজন আমেরিকায়, একজন কানাডায়। আমরা চেষ্টা করছি তাদের আনতে। যতক্ষণ আমরা আছি ততক্ষণ তাদের এ পৃথিবীতে থাকতে দেব না। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। মন্ত্রী রেলপথে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। পরে সড়কে পথে তিনি কসবায় যান। মন্ত্রী পরে আরও একাধিক আলোচনা সভায় অংশ নেন।

    আরও খবর

    Sponsered content