• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিজ্ঞান

    শাহজাদপুরে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ৪:১২:০২ প্রিন্ট সংস্করণ

    মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

    সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক  সার বিতরণ করা হয়।  ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৮ হাজার ৯৫০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এম ও পি সার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৭অক্টোবর ২৩)ইং দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ শাহজাদপুর  উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদপুর  উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ জেরিন আহমেদ এবং সঞ্চালনায়-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ  নাহিদুল ইসলাম।
    এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান শাজাহান , ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, কৃষক রওশন, হারুন, চান মিয়া, আব্দুল হাই, আব্দুল হামিদ প্রামানিক ও আরো অনেকেই । এ সময়ে আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী।

    আরও খবর

    Sponsered content