• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    নিউ রাঙ্গামাটি মাদ্রাসা ও জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কালে

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ৩:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলী

    প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রাঙ্গামাটি জেলার সদর উপজেলাধীন নিউ রাঙ্গামাটি মাদ্রাসা ও জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৮ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় শহরের রিজার্ভ বাজারে নিউ রাঙ্গামাটি মাদ্রাসা ও জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনছুর আলী, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হক বাবু প্রমুখ।এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরক সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার পাশাপাশি সমভাবে প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ চলমান রয়েছে। তাই সরকারের উন্নয়ন কর্মকার্ন্ডে সকলের অংশগ্রহণ এবং রক্ষণাবেক্ষনে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
    রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নিউ রাঙ্গামাটি মাদ্রাসা ও জামে মসজিদের কাজ বাস্তবায়ন করা হবে।

    আরও খবর

    Sponsered content