• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৈসু উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী

      এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি- ৮ এপ্রিল ২০২৩ , ১০:১৬:৩৭ প্রিন্ট সংস্করণ

    খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী প্রধান উৎসব বৈসু (বাংলা নববর্ষ) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।৮ এপ্রিল-২০২৩ খ্রি. শনিবার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ মাটিরাঙ্গা শাখা’র ব্যানারে একটি আনন্দ র‍্যালী মূল সড়ক হয়ে মাটিরাঙ্গা পৌর ভবন পর্যন্ত গিয়ে আবারো উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য, হিরন জয় ত্রিপুরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

    শোভাযাত্রাটির সমাপ্তির পর উপজেলা পরিষদ চত্ত্বরে ত্রিপুরা জাতিগোষ্ঠীর গরিয়া নৃত্য পরিবেশন করা হয়। এই নৃত্য উপভোগ করেন, ত্রিপুরা সম্প্রদায় ছাড়াও মাটিরাঙ্গার সর্বস্তরের জনগণ। গরিয়া নৃত্যের পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান হয়।

    ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি, ডলি ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা।
    এ সময়, অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বক্তব্য দেন।

    আরও খবর

    Sponsered content