• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মধ্যনগর হতে সুলেমানপুর- তাহিরপুর সড়কের ৪৫ কোটি ৫৫ লক্ষ টাকার অনুমোদন

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ১০:৫০:১৩ প্রিন্ট সংস্করণ

    সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::

    আসাম রাজ্যের পাদদেশে গার পাহাড়ের পাশ্ববর্তী হাওরাঞ্চল সুনামগঞ্জ। এখানে নদী নালা,খাল – বিল ঘেরা সুনামগঞ্জ জেলা। এই জেলায় রয়েছে ১২ টি উপজেলা। জেলার সাথে উপজেলাগুলোর সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই বললেও চলে। জমিদার প্রথা, বৃটিশ আসন আমল, পাক ভারত হতে। যুগযুগ ধরে এমন চিত্র লক্ষ্য করে আসছেন সুনামগঞ্জের জনসাধারণ। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সহ আর্থ সামাজিক উন্নয়নে বাধাগ্রস্ত ছিল সুনামগঞ্জ জেলা। সকল দিক চিন্তা করে বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ” হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন ” নামে একটি প্রকল্প চালু করেন।
    প্রকল্পে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ থেকে নেত্রকোনা জেলার সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে ধর্মপাশার সুখাইড়- জয়শ্রী বাজার পর্যন্ত প্রায় সাড়ে আট কিলোমিটার উড়াক সেতু সহ সড়ক নির্মাণের অনুমোদন হয়। সুনামগঞ্জ- ১ আসনের জাতীয় সংসদ সদস্য, জননেতা, উন্নয়নের রুপকার নামে খ্যাত ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন তার নির্বাচনী এলাকা তাহিরপুর – ধর্মপাশা- মধ্যনগর এবং জামালগঞ্জ উপজেলাকে জেলার সাথে সড়ক যোগাযোগে জন সাধারণের চলাচলের সুবিধা করতে চেষ্টা চালিয়ে যান বিগত সাংসদ সদস্য হিসেবে শপথ করার পরপরেই। ইতিমধ্যে ছোট,বড় সেতু,কালভার্ট সহ অসংখ্য সড়ক নির্মাণ করে চলাচলের পথ সুগম করে দেন তিনি। উড়াল সড়ক এরমধ্যে অন্যতম। বিশেষ সুত্রে জানাযায়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার নাম অনুসারে শেখ হাসিনার উড়াল সেতু নামে আখ্যায়িত।
    সেই সাথে সুনামগঞ্জের মধ্যনগর ভায়া সুলেমানপুর সড়ক নির্মাণ কাজে ৪৫ কোটি, ৫৫ লক্ষ, ৪৭ হাজার টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে বলে একটি সূত্র জানায়।
    ১৭ আগষ্ট ২০২৩ ইংরেজি তারিখে হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মধ্যনগর হতে সুলেমানপুর সড়ক নির্মাণ কাজ অনুমোদন হয়। শনিবার সকাল ১০ টায় এ বিষয়ে সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন প্রতিবেদকে জানান, মধ্যনগর সোলেমানপুর তাহেরপুর সড়কের দরপত্র আহ্বানের কাজ শেষ হয়েছে খুব শীঘ্রই ঠিকাদার নিয়োগ হবে। পানি শুকানোর সাথে সাথেই কনস্ট্রাকশন কাজ শুরু হবে।
    সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি আরও বলেন, আগামী মাসের শেষের দিকে সুলেমানপুরের ১২০০ মিটার সেতু সহ রাস্তার কাজটির দরপত্র আহবান করা হবে। কাজটি সম্পন্ন হলে,মধ্যনগর থেকে অবশ্যই গাড়ি নিয়ে তাহেরপুর হয়ে সুনামগঞ্জ সহজেই যাতায়াত করা যাবে বলে বিশ্বাস করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।

     

    আরও খবর

    Sponsered content