• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    আজ ভাগিরথী র তীরে ডায়মন্ডহারবারে শুরু হয়েছে আন্তর্জাতিক ইলিশ উৎসব ও ইলিশ বাচাও সেমিনার

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ৪:১২:৫৩ প্রিন্ট সংস্করণ

    কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

    ভারতের শেষ সমুদ্র প্রান্ত থেকে কিছু কিলোমিটার দূরে পশ্চিম বাংলা র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের ভাগিরথী নদীর তীরে শুরু হয়েছে আন্তর্জাতিক ইলিশ উৎসব ও ইলিশ বাচাও সেমিনার। আজকের এই সেমিনার সভার শুভ উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার মহাকুমা র পুলিশ আধিকারিক শ্রী মিতুন কুমার দে। তিনি তার বক্তৃতা রাখতে গিয়ে বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকা থেকে আগের মতো ছোট ইলিশ মাছ ধরা অনেকটাই কমে গিয়েছে স্হানীয় ধীবর দের জন্য। তাদেরকে সচেতনতা বৃদ্ধি র ফলে এই কাজ সফল হয়েছে। শ্রী মিতুন কুমার দে আরও বলেন যে আগে যে ভাবে ছোট ছোট ইলিশ মাছ ধরা হত এবং তার ফলে বঙ্গোপসাগরে ইলিশ মাছের চলাফেরা কমে যায়। এবং কারেন্ট জাল নোট দিয়ে যে ভাবে ছোট ছোট ইলিশ মাছ ধরা হত তা বন্ধ করা হয়েছে। ইলিশ মাছের ডিম পাড়া থেকে সেই মাছ বড় না হওয়া পর্যন্ত তা ধরা যাবে না এমন হুশিয়ারি দিয়েছিল পশ্চিম বাংলা র সরকার ও পুলিশ প্রশাসন। সেই সঙ্গে নদী পথে এবং সমুদ্র বন্দর এলাকায় কড়া নজরদারি করার ফলে এই কাজ সম্পন্ন হয়েছে। আজ তাই ভারত সাগর থেকে বঙ্গোপসাগর হয়ে গঙ্গা নদীর মোহনা থেকে ভারতের বিভিন্ন নদীতে প্রবেশ করছে ইলিশ। যার ফলে পশ্চিম বাংলা র মানুষের পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চল এর মানুষের পাতে পড়ছে ইলিশের রসনা। তাই সকলকেই এই ইলিশ মাছ বাচাতে এগিয়ে আসতে হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র বিধান সভার সদস্য ও ডায়মন্ডহারবার পৌরসভা র সাবেক চেয়ারম্যান শ্রী পান্নালাল হালদার এবং পশ্চিম বাংলা সরকারের মাৎস দফতর থেকে আগত প্রতিনিধি দল ও ডায়মন্ডহারবার মহাকুমা মৎস্য কর্মকর্তা ও ডায়মন্ডহারবার মহাকুমা মমৎস্যজীবী সমিতির সভাপতি ও সদস্যরা এবং স্থানীয় প্রতিনিধিরা।।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে