• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    উলিপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা হারুনুর রশিদক চট্টগ্রাম থেকে গ্রেফতার

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ৬:৫৫:২৮ প্রিন্ট সংস্করণ

    মোঃমোরশেদ হাসান লালু, কুড়িগ্রাম প্রতিনিধি

    কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে গত ২০১২ সালে ভিকটিম আব্দুল মজিদ এবং মোক্তার আলী খুন হয়। এরই ধারাবাহিকতায় সেইসময় উলিপুর থানায় হত্যা মামলা রুজু হয়। সেই সূত্রধরে মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ হারুনুর রশিদ প্রায় দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে। উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন সহ গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে। এক পর্যায়ে উলিপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম জেলার চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র‍্যাবের সহায়তায় অদ্য ২০ আগস্ট ২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৮.০৫ ঘটিকায় জোরা খুনের মামলার মূলহোতা উলিপুর গুনাইগাছ কাঁঠালবাড়ি এলাকার মোঃ হারুনুর রশিদকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, উলিপুর থানার ২০১২ সালের জোরা খুন মামলার মূলহোতাকে উলিপুর থানার দীর্ঘদিনের চেষ্টায় আজ ২০ আগস্ট ২০২৩ তারিখ পুলিশ ও র‍্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ কর্মপ্রচেষ্টা অব্যহত থাকবে।

    এভাবেই কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ

    আরও খবর

    Sponsered content