• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়া সান্তাহারে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৭:৩৪ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডের চা-বাগান এলাকায় গতরাত সাড়ে বারো ঘটিকার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সফুরা নামের একজন নারী মাদক কারবারিকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামি রেখা বেগম সফুুরা (৫২) সান্তাহার পৌরসভার অধিনস্ত সাত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত চা-বাগান মহল্লার আব্দুল মজিদের স্ত্রী। সফুরার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, আসামি সফুরা তার চা-বাগানস্ত বসত বাড়িতে মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার সঙ্গীয় পুরুষ ও নারী ফোর্সসহ গতরাত সাড়ে বারো ঘটিকার সময় সফুরার বাড়িতে  অভিযান পরিচালনা করে তাকে আটক করি। এ সময় তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আসামির নিজ শয়ন কক্ষের খাটের নিচ থেকে ব্যাগের ভিতর সাদা কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গতরাতে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামি সফুরার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে তাকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content