• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ১:০৫:৫৮ প্রিন্ট সংস্করণ

    মো কাওসার মিয়া দীপু বগুড়া জেলা প্রতিনিধি

    বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে (৩০) বিয়ে ও চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে আসামী সুমন হাসানকে (২৫) ঢাকার বাইপাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সুমন হাসান পশ্চিম ভরনশাহী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
    রোববার দুপুরের দিকে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেইসাথে ওই স্কুল শিক্ষিকার শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
    মামলা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুল শিক্ষিকা ধুনট শহরের একটি বেসরকারি কিন্ডার গার্টেন স্কুলে চাকরি করতেন। বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যাবার পথে সুমন হাসানের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ের গত ০৪ মে সুমন হাসান ও স্কুল শিক্ষিকাকে চাকরির প্রলোভন দিয়ে ঢাকা বাইপাইল এলাকায় নিয়ে যায়। পরে সুমন হাসান বিয়ের প্রলোভনে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ করতে থাকে।

    প্রায় একমাস অতিবাহিত হলেও চাকরি হয়না স্কুল শিক্ষিকার। সুমন হাসান বিয়ে করতেও অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে ১১ জুন বাড়ি ফিরে আসে ওই স্কুল শিক্ষিকা। পরবর্তীতে ১৪ জুলাই আবারো একই প্রলোভনে তাকে ঢাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে সুমন হাসান। কিন্তু চাকরি ও বিয়ে কোনটাই না হওয়ায় স্কুল শিক্ষিকা বাড়ি ফিরে শনিবার রাতে ধুনট থানায় সুমান হাসানের বিরুদ্ধে অভিযোগ দেন। থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে ঢাকা বাইপাইল এলাকা থেকে সুমন হাসানকে গ্রেপ্তার করে।
    রোববার সকালে স্কুলশিক্ষিকা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধুনট থানায় মামলা দায়ের করেন।
    ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, স্কুল শিক্ষিকার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content