• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় মাদ্রাসা ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধি

    বগুড়া চারমাথা এলাকায় আবাসিক কওমী মাদ্রাসা থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

    বগুড়া শহরের চারমাথা গোদারপাড়া এলাকায় তালিমুল কুরআন মহিলা আবাসিক মাদ্রাসায় এ দূর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার পরিচালক মাহফুজুল আলম।

    ওই শিক্ষার্থীর নাম শিফা খাতুন (১৫)। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। সে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোতাট্টি গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

    মাদ্রাসার পরিচালক মাহফুজুল আলম বলেন, শিফা খাতুন চার বছর আগে মাদ্রাসায় ভর্তি হয়ে আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদ্রাসাতেই থাকত। সোমবার ভোরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেছে সে। এরপর অন্য শিক্ষার্থীদের অগোচরে মাদ্রাসার একটি পরিত্যক্ত ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

    তিনি আরও বলেন, ‘মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে শিফা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখে তার সহপাঠীরা আমাদের জানালে, পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’

    এ বিষয়ে বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।তবে কী কারণে আত্মত্যা করেছে তার প্রকৃত কারণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। এরপর সন্দেহ এড়াতে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

    আরও খবর

    Sponsered content