• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়া আদমদীঘি শহীদ মিনার অবহেলা আর অযত্নে জঙ্গলে পরিণত

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ১:২০:৩৯ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়ার আদমদীঘির মুরইল বাজারে অবস্থিত মহান ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্ন শহীদ মিনারটি দীর্ঘদিন যাবত অবহেলা আর অযত্নে বর্তমানে জঙ্গলে আখড়ায় পরিণত হয়েছে। যেন দেখার কেউ নেই। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার নসরতপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ মুরইল বাজারে উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মকলেছার রহমানের উদ্যোগে স্থানীয় নেতৃবর্গের সার্বিক সহযোগিতায় ২০১০ সালে দৃষ্টিনন্দন স্থানে এই শহীদ মিনার নির্মাণ করা হয়। সেই থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ অন্যান্য জাতীয় দিবসগুলোতে এই শহীদ মিনার পাদদেশে যথাযথ মর্যাদায় পালন করা হতো। আর সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হতো। দেখভালও হতো ভালো ভাবেই। কিন্তুু দীর্ঘদিন যাবত এই শহীদ মিনারের পাদদেশে কোন জাতীয় দিবস পালন না করায় বর্তমানে শহীদ মিনারে গাছগাছরা লতাপাতায় ছেয়ে গেছে। সেখানে ছাগলের মলমূত্র ত্যাগের আখড়ায় পরিণত হয়েছে। এমনকি পথচারীরা এখানে প্রাকৃতিক ডাকে সাড়া দিতেও দ্বিধা করছেন না। এ অবস্থায় এখন জঙ্গলে পরিণত হয়েছে শহীদ মিনারটি। নসরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী জানান শহীদ মিনারে রং করা হয়েছে। তবে জঙ্গল পরিস্কার করা হয়নি।

    আরও খবর

    Sponsered content