• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বাঁধের ভাঙ্গন রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা জরুরি রাজস্থলীতে ওয়ান্ডার হিল গার্ডেনের ৪টি গোধা বাঁধ ভেঙ্গে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ৮:৩৭:১১ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলী।

    রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া ও পোয়াইতু পাড়া মাস খানে অবস্থিত রাজস্থলীতে ওয়ান্ডার হিল গার্ডেনের ৪টি গোধা বাঁধ ভেঙ্গে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি শিকার হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি ও রাজস্থলী ওয়ান্ডার হিল গার্ডেনের মালিক হ্লাচিনু মারমা জানান। যানাযায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজস্থলী উপজেলা প্রায় ৬০-৭০ লক্ষ টাকার ছোট বড় বিভিন্ন বাঁধ ( ক্রিক) পাহাড়ের ঢলের পানিতে প্লাবিত হয়েছে। রাজস্থলী ওয়ান্ডার হিল গার্ডেনের মালিক হ্লাচিনু মারমা স্বামী ডাঃ রেনানসু বলেন তার ব্যাক্তিগত ভাবে প্রায় ১৫-১৬ একর তৃতীয় শ্রেণীর জায়গায় ক্রয় করে সেখানে ছোট বড় প্রায় ৪টি গোধ বাঁধ নির্মাণ করেছেন। সেখানে গত দুই বছর ধরে প্রায় ৫ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাছের পোনা ছেড়েছেন এবং বাঁধ গুলো নির্মান করতে ৩০-৩৫ লক্ষ টাকা ব্যায় হয়েছে বলে জানান। ডাঃ রেনেনসু আরো বলেন যেহেতু রাজস্থলী উপজেলা হয়ে ঠেগামুখ সিমান্ত সড়ক নির্মাণ কাজ দ্রুত চলছে। উপজেলায় একটি পর্যটক এলাকা গড়ে তুলতে পুরো যায়গাটি ঘিরে এক দিকে মৎস্য চাষের বিকাশের লক্ষ্যে গোধা বাঁধ নির্মাণ অন্য দিকে একটি শিশু পার্ক ও পর্যটক এলাকায় গড়ে তুলতে পরিকল্পনা হাতে নিয়েছে তিন।
    উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজস্থলী উপজেলা তিন টি ইউনিয়নে প্রায় ১৭-১৮ টি ছোট বড় পুকুর ও গোধা বাঁধ ভেঙ্গে গেছে এবং পাড়ার ধসে পানির স্রোতে মাটি ভরে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মৎস্য চাষিরা । তবে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের একটি তালিকা পাঠানো হয়েছে বলে জানান। তিনি আরো বলেন তবে রাজস্থলী ওয়ান্ডার হিল গার্ডেনের পার্কের বেশ কয়েকটি ছোট বড় গোধা বাঁধ ভেঙ্গণের কথা শুনেছি । তবে বাঁধ গুলো দিয়ে একদিকে মৎস্য চাষ প্রকল্পের উপযোগী একটি যায়গা, অন্য দিকে শুকনো মৌসুমে বাঁধের পানি দিয়ে পাশের বেশ কিছু ধানের জমি চাষাবাদে ব্যাপক উপকারে আসবে বলে জানান। তাই রাজস্থলী ওয়ান্ডার হিল গার্ডেন পার্কের গোধা বাঁধ গুলোর ভাঙ্গন রক্ষার্থে সামনে বড় গোধা বাঁধটিতে একটি বড় ওয়াল সহ দুই পাশে ড্রেন নির্মাণ করা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সার্বিক ছাড়া সম্ভব নয় বলে জানান । উপজেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তিন ইউনিয়ন পুকুর সহ ছোট বড় প্রায় ২০ টি গোধা বাঁধ ভেঙ্গে গেছে।

    আরও খবর

    Sponsered content