• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রাঙ্গামাটিতে আওয়ামীলীগের বিক্ষোভ- মিছিল ও প্রতিবাদ সমাবেশ

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২৩ , ৩:৫৪:৪৭ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলী

    বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সমাবেশে এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বিরল বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, ১৫ আগস্টের মধ্যদিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, ২১ আগষ্টের ঘটনা তারই ধারাবাহিকতা। তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যার মধ্যদিয়ে আওয়ামীলীগসহ দেশের গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধংস করে দেয়া। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের বিচার দাবীসহ ভবিষ্যতে বিএনপি-জামাতের যেকোন দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করার আহবান তিনি। সোমবার (২১ আগষ্ট) বিকাল ৩টায় ২০০৪ সালের ২১শে আগস্ট শেখ হাসিনার জনসভায় বিএনপি-জামাত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী, মো: হাবিবুর রহমান, চিংকিউ রোয়াজা, মো: রফিকুল মাওলা, বৃষ কেতু চাকমা, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনছুর আলী,জেলা কৃষকলীগ সভাপতি মো: জাহিদ আকতার, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ফিরোজা বেগম চিনু, জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা য্বু মহিলালীগ সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চেয়েছিল। বিএনপি-জামায়াত জোট সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই হামলা হয়। মুলত সেদিন মূল লক্ষ্য ছিলো জাতীয় সংসদের তৎকালীন বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগের সভাপতি ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। কিন্তু ঘাতক বিএনপি-জামায়াতের সেই আশা পূরণ হয়নি।
    প্রতিবাদ সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বনরুপা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরুপা সিএনজি স্ট্যান্ড চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    Sponsered content