• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কুতুবদিয়ায় নির্মিতব্য দৃষ্টিনন্দন বাতিঘর

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২৩ , ৬:৫০:৪৫ প্রিন্ট সংস্করণ

    আজিজুল হক (আজিজ)কুতুবদিয়া:

    কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ২নং দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলী ফকির ডেইল এলাকার লাইট হাউজ অ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন (বাতিঘর)।

    সমুদ্র এলাকায় নৌ-ডাকাতি-দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা ও দিকনির্দেশনা দিতে সহায়তা করবে এ স্টেশনটি। এতে দেশী-বিদেশী জাহাজ নিরাপদে থাকবে।

    কোরিয়ান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সমুদ্র পরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ২৫০ ফিট উচ্চতা সম্পন্ন অত্যাধুনিক এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি টাকা।
    ইতোমধ্যে আধুনিকায়নের কাজ এখন দৃশ্যমান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যে লাইট হাউজ অ্যান্ড কোস্টাল রেডিও স্টেশনের চালু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, বৃটিশ সরকার ১৮৪৬ সালে ৪০ মিটার উচ্চতা সম্পন্ন সর্বপ্রথম লাইট হাউজ স্থাপন করেছিল। এতে তৎকালীন সময়ে ব্যয় হয় ৪ হাজার ৪২৮ টাকা। এটি সমুদ্রগর্ভে বিলীন হলে বাংলাদেশ সরকার লোহার এঙ্গেল দিয়ে ১২০ ফুট উচ্চতার বিকল্প লাইট হাউজ স্হাপন করেন।

    আরও খবর

    Sponsered content