• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বরিশাল

    বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২৩ , ১০:১৮:০৮ প্রিন্ট সংস্করণ

    এম.মাসুম বিল্লাহ বরগুনা প্রতিনিধি:

    বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নেতাকমীর্দের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন।
    ২০০৪ সালের ২১ শে আগস্ট বিএনপি জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে তারেক জিয়ার নির্দেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশে জননেত্রী শেখ হাসিনার ওপর বর্বরোচিত গ্রেনেড হামলায় হত্যার অপচেষ্টা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটোয়ারীসহ ২৪ জন নেতাকমীর্কে হত্যা করায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বুড়িরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুখরঞ্জন রায়, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাড সাইমুল ইসলাম রাব্বি, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম কিবরিয়া সাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড সাইমুল ইসলাম রাব্বি বলেন, ২১ আগষ্ট সাবেক বিরোধীদলীয় নেত্রী, বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশে বিএনপি জামায়াত সুপরিকল্পিত ভাবে গ্রেনেড হামলা চালায়। সেই গ্রেনেড হামলার প্রতিবাদে আমরা স্বেচ্ছাসেবক লীগ এ মানববন্ধন করেছি। তাই গ্রেনেড হামলার জড়িত তারেক জিয়াসহ সবার ফাঁসি দাবি জানাচ্ছি।

    স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন বলেন, বাংলাদেশের ইতিহাসে ২১ শে আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের ২১ শে আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটোয়ারীসহ ২৪ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেন। গ্রেনেডের স্পিস্নন্টারের আঘাতে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী। আহত হন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আহত আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের অনেকে এখনও স্পিস্নন্টারের আঘাত নিয়ে মানবেতরভাবে জীবনযাপন করছেন। তাই খুনি তারেক রহমান সহ সকল খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক।

    আরও খবর

    Sponsered content