• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    দুমকিতে লুর্থ্যারান হেলথ কেয়ারের পরিচালকের অপসারণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

      মো: রুবেল আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: ৬ এপ্রিল ২০২৩ , ৬:১৬:৫২ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীর দুমকিতে বিদেশি এনজিও চালিত লুর্থ্যারান হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক হেলেন রেমার বিরুদ্ধে অন্যায়, অনিয়ম ও অবিচারের অভিযোগ এনে মানববন্ধন চালিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠানের কর্মচারীরা।

    ৪এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লুর্থ্যারান হেলথ কেয়ারের উত্তর গেটে থানাব্রীজ- জামলা সড়কের পাশে কর্মচারীরা উক্ত মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করে। এসময় ভুক্তভোগীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মোঃ জসিম উদ্দিন, নিচিন্তা মন্ডল ও নমিতা রানী শীল প্রমূখ। এসময় বক্তারা বলেন, লূর্থ্যারান হেলথ কেয়ারের সর্ব ঘোষিত নির্বাহী পরিচালক হেলেন রেমা স্টাফদের বিরুদ্ধে অন্যায় ভাবে মামলা, হামলা, হয়রানি, অবিচার তথা বিনাকারনে জোরপূর্বক বকেয়া বেতননাদি
    পরিশোধ না করেই চাকরি থেকে বাদ দিতেছেন। প্রায় ১০ মাস যাবৎ ৫১ জন কর্মচারী অনাহারে অর্ধাহারে বেতন ছাড়া চাকরি করে আসছি। প্রতিবাদ করায় ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এবং ৩ জনকে বেতন ভাতাদি পরিশোধ না করেই চাকরি থেকে বরখাস্ত করেছে। আমরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। আমাদের দাবি-দাওয়া ও পরিচালক হেলেন রেমার অপসারন না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
    এ বিষয়ে পরিচালক হেলেন রেমার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    আরও খবর

    Sponsered content