• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কক্সবাজার সদর উপজেলায় ইএমসিআরপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে বিসিসিপি’র সমন্বয় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ৫:১৫:১২ প্রিন্ট সংস্করণ

    নুরুল আলম সিকদার, কক্সবাজার প্রতিনিধি

    ২২ আগষ্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়রত প্রকল্প ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (ইএমসিআরপি) এর অধীনে কক্সবাজার জেলার জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকের জন্য রোহিঙ্গা ক্যান্প সমূহে এবং কক্সবাজার জেলার আটটি উপজেলায় সবার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

    এই প্রকল্পের অধীনে কক্সবাজার সদর উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডরদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার, ২২ আগস্ট বেলা ১১.৩০ টায় সদর উপজেলার সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন –
    এলজিইডি’র কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন খান, কক্সবাজার সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিসিসিপি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর আবু হাসিব মোস্তফা জামাল, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুর সিদ্দিক, সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান সহ প্রমূখ।

    এছাড়াও সদর উপজেলার প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্য স্টেকহোল্ডারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নেসারুল ইসলাম জুয়েলের উপস্থাপনায় সভায় সিএএস কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিসিসিপির ডেপুটি টীম লিডার রিদুয়ানুর রহমান।

    উল্লেখ্য এলজিইডি’র বাস্তবায়নাধীন এ প্রকল্পের জন্য বাংলাদেশ সেন্টার ফর কমিনিউকেশন প্রোগ্রাম’স (বিসিসিপি), কমিনিউকেশন এ্যাওর্য়ার্নেস সার্ভিস (সিএএস) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করে আসছে।

    আরও খবর

    Sponsered content