• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    গাইবান্ধায় কঠোর নিরাপত্তা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ ফিতর উদযাপন

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৩ , ৩:২৭:৫৭ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধায় ৭ টি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ২৩ এপ্রিল শনিবার সারা দেশ ব্যাপী পালিত হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮ থেকে ১১ পর্যন্ত জেলার বিভিন্ন ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত। হয়েছে। তবে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদা পোষাকে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান লক্ষ করা যায়। ঈদুল ফিতরের জামাআতের নামাজে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন, গাইবান্ধা  জেলা প্রশাসক অলিউর রহমান,জেলা পুলিশ সুপার কামাল হোসেন ,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক,পৌর মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির ,সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ঈদের নামাজে অংশ গ্রহন করে।

    এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়া ও স্ব স্ব ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

    সকল ঈদগাহ ময়দানে নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    আরও খবর

    Sponsered content