• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় সরকারি ৬৩ বস্তা চাল উদ্ধার গ্রেপ্তার ১

      প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৩ , ৪:২০:০০ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

    বগুড়ায় ৬৩ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে অন্যের বাড়িতে মজুদ রাখার অভিযোগে মনিরুজ্জামান পলাশ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া সদর উপজেলার বারপুর বাঁশবাড়িয়া এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই সাথে মজুদ রাখা ৬৩ বস্তা চাল জব্দ করা হয়।
    গ্রেফতারকৃত পলাশ শহরের সুলতানগঞ্জ পাড়ার ওহাব মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ এসব চাল কেনাবেচার সাথে জড়িত ছিল। ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল হক, খাদ্য পরিদর্শক কাজী হাসিবুল হাসান। জানা যায়, মনিরুজ্জামান পলাশ বারপুর বাঁশবাড়িয়া এলাকার উপকারভোগীদের কাছ থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয় করে অবৈভভাবে মজুদ করে রাখে। চাল ক্রয় করার পর সে ঐ এলাকার বাসিন্দা মটুর বাড়িতে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় চাল ভর্তি করে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে ৬৩ বস্তা চাল জব্দ করা হয়। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একই সাথে অবৈধভাবে চাল মজুদকারী মনিরুজ্জামান পলাশকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধপন্থায় কেনাবেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। তিনি আরো জানান, খাদ্য অধিদপ্তর বিভাগের নাম সম্বলিত প্রতিটি বস্তার গায়ে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

    আরও খবর

    Sponsered content