• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    ওসমানীনগরে মহাসড়কের ফুটপাত ঝোপঝাড় ও আগাছার দখলে

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ৯:৪৫:৫৯ প্রিন্ট সংস্করণ

    ওসমানীনগর(সিলেট)সংবাদদাতাঃ

    সিলেটের ওসমানীনগরে সিলেট – ঢাকা মহাসড়কের উভয় দিকের ফুটপাত ঝোপঝাড়, আগাছা ও লতা পাতার দখলে। স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র/ ছাত্রী চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ধিরে ধিরে বেড়ে উঠা এ সব ঝুপজঙ্গলের আগাছা ও লতা পাতা দীর্ঘদিন থেকে ঢাকা-সিলেট মহাসড়কের দুই ধার দখল করে রাখার কারনে উপজেলার সাদীপুর গজিয়া, ভাঙ্গা, কাগজপুর,কিয়ামপুর, কলারাই, প্রথমপাশা, ব্রাম্মনগ্রাম, গোয়ালাবাজার, ইলশপুর,তাজপুর, ব্রাম্মনশাসন, দয়ামীর, সোয়ারগাও, কুরুয়া, আহমদ নগর সহ ১৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ৫ টি কলেজ, ৮ টি মাদ্রাসা সহ বেশ কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলের কোমলমতি ছাত্র /ছাত্রী সহ এলাকার জনসাধারণ মহাসড়কের ফুটপাত ঝুপজঙ্গলের দখলে থাকার কারনে ফুটপাত দিয়ে চলাচল করতে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে হয়। উপজেলার প্রায় ২৪ কিলোমিটার সড়ক এলাকায় জনসাধারণ চলাচলে দেখা দিয়েছে নানা সমস্যা মহাসড়কে হঠাৎ বিকল হয়ে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাক ও সড়কে পড়ে থাকা বালুকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফলে ঝুঁকিপূর্ণ মহাসড়কে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র ছাত্রী ও স্থানীয় জনসাধারণ যেনো দেখার কেউ নাই । প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা ঝরছে তাজা প্রাণ ২৫ ফেব্রয়ারী থেকে ওসমানীনগর এলাকার সিলেট- ঢাকা মহাসড়কে তাপুরের ব্যবসায়ী মোজাম্মেল, জাহেদ, রেদুয়ান,বন্যা,ইউসুফ সহ ৬ জন মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় অনেক মারা গেছেন ও পঙ্গুত্ব বরন করেছেন। অতিথে মহাসড়কের পাশে থাকা বালু অপসারণের জন্য কাজ করতে প্রশাসনের লোকজনকে দেখা যায়।বর্তমানে মহাসড়কের ফুটপাতে ওসমানীনগর অংশে ঝোপঝাড় ও লতাপাতা দখল করে নেওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার যানবাহন যাত্রীবাহী এনা বাস নং ১৪-৭৪৫৩ এর চালক আব্দুর রশিদ বলেন আমার গাড়ি ৩৪ ফুট লম্বা থাকায় মহাসড়কে যে কোন গাড়ি অভারটেক করতে গেলে রাস্তায় চলাচল কারী জনসাধারণ কে রক্ষা করতে আমাদের মারাত্নক ঝুঁকি নিয়ে চলতে হয়। এতে মহাসড়কের ফুটপাত জনসার্থে পরিস্কার করে ৬ ফুট থাকা প্রয়োজন বলে আমি মনে করি । এবিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মলয় বাবু বলেন, কোমল মতি শিশুরা উক্ত সড়ক দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে মারাত্মক ভাবে আতংকিত এবিষয়ে কর্তৃপক্ষ সহ সচেতন মহলের কাছে সিলেট ঢাকা মহাসড়কের ফুট পাত পরিস্কার করার জন্য হস্তক্ষেপ কামনা করছি।

    আরও খবর

    Sponsered content