• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    কুতুবদিয়ায় এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ৫:৪৮:৩৮ প্রিন্ট সংস্করণ

    কুতুবদিয়া(কক্সবাজার)প্রতিনিধি :

    কক্সবাজারের কুতুবদিয়ায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার সময় পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠেছে।

    বুধবার (২৩ আগস্ট) দুপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ও নাগরিক আন্দোলন ফোরামে সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার বরাবর লিখিত অভিযোগ করেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, কুতুবদিয়া সরকারি কলেজে ৭শ টাকা, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ সাড়ে ৬শ টাকা এবং ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৫শ টাকা করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র অতিরিক্ত টাকা আদায় করছে। কিন্তু কোন রসিদ কপি দেয়া হচ্ছে না বলে অভিযোগ করে জাহেদুল ইসলাম ইমন, তারেক জিয়াসহ অনেকেই বলেন, ফরম পূরণের সময় প্রবেশপত্র সহ ২৮শ টাকা দেন। এখন প্রবেশপত্র নিতে গেলে আরও ৭শ টাকা দাবী করেন কলেজ কর্তৃপক্ষ।

     

    কুতুবদিয়া নাগরিক আন্দোলন ফোরামে সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহেদুল ইসলাম মনির বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের সমস্যার বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে তাদের নিয়ে গেলে তিনি বিনামূল্যে প্রবেশপত্র বিতরণের আশ্বাস দেন।

    কুতুবদিয়া আদর্শ মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, প্রবেশপত্র বাবদ ৬শ টাকা নেওয়া হচ্ছে। তবে, সাড়ে ৬শ টাকা নয় বলে অস্বীকার করেন।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফ বলেন, কোন প্রতিষ্ঠান পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content