• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    দীঘিনালায় ১২ জাতের সাড়ে ৩ হাজার চারা রোপন ও বিতরণ করল রোভার সদস্যরা

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ৯:৫১:৩৬ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় ১ দিনে সাড়ে ৩ হাজার চারা রোপন করেছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের স্বেচ্ছাসেবীরা।

    ২৩ আগস্ট-২০২৩ বুধবার সকাল ১১ টায় উপজেলার দীঘিনালা সরকারি কলেজ ক্যাম্পাসে চারা রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ আরাফাতুল আলম।

    বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান’র অনুশাসন: ৫০ লক্ষ বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচীর আওতায় ও একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বনায়ন প্রজেক্টের সহযোগিতায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

    চারারোপন শেষে অতিথিরা বলেন, পার্বত্য অঞ্চলে অতীতে প্রচুর গাছপালা, বৃক্ষলতায় ভরপুর ছিলো। বর্তমানে বিভিন্ন কারণে সেটা নিধনের ফলে আজ প্রায় বৃক্ষ শূন্য এ সবুজ পাহাড়। বৃক্ষ নিধন না করে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। প্রচুর বৃক্ষরোপন করে ও পরিচর্যা করতে হবে। আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে। তরুণ-তরুণীরা যেভাবে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে স্মার্ট করে। ঠিক সে ভাবেই বৃক্ষরোপন করে সেই বৃক্ষগুলোকে সাজিয়ে গুছিয়ে বড় করতে হবে। বৃক্ষ দেশের আবহাওয়া নিয়ন্ত্রণ করে। বৃক্ষ আবহাওয়া ও পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বাতাসে জলীয় বাষ্পের ক্ষমতা বাড়িয়ে আবহাওয়াকে শীতল রাখে। প্রচুর বৃষ্টিপাতে বৃক্ষরাজি বিশেষ সহায়ক।

    তারা আরও বলেন, বাংলাদেশ স্কাউটের রোভার স্বেচ্ছাসেবীরা দীঘিনালায় এ কর্মসূচীর মাধ্যমে ১২ জাতের সাড়ে তিন হাজার চারা রোপন করেছে। প্রকৃতিকে ভালোবেসে স্বেচ্ছাসেবীদের এ উদ্যোগ প্রশংসনীয়।

    এ সময়, দীঘিনালা সরকারি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মো. দুলাল হোসেন, জেলা মিডিয়া টাস্কফোর্সের উপ-সমন্য়ক সাংবাদিক সোহানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুস সালাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, শাহ মুফাচ্ছেল হক, ইউআরসি মোহাম্মদ মাইনুদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, আরএসএল প্রতিনিধি প্রভাষক ফ্লোরিতা চাকমা, নবারুন চাকমা ও রবিউল আউয়াল প্রমুখ।

    বাংলাদেশ স্কাউটস এর মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের অনুশাসন ৫০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির আওতায় দীঘিনালা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ,দীঘিনালা খাগড়াছড়ি’ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ১২ জাতের ৩ হাজার ৫০০ শত বনজ ও ফলজ চারা রোপন ও বিতরন কর্মসূচির উদ্বোধন করেন জনাব মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা নির্বাহী অফিসার, দীঘিনালা খাগড়াছড়ি।এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা রোভার সম্পাদক জনাব মোঃ দুলাল হোসেন’ রোভার স্কাউট লিডার জনাব ফ্লোরিতা চাকমা,রোভার স্কাউট লিডার জনাব নবারুন চাকমা,রোভার স্কাউট লিডার জনাব মোঃ রবিউল আউয়াল,জেলা রোভার স্কাউটস মিডিয়া টিমের উপ- সমন্বয়ক জনাব মোঃ সোহানুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ জনাব তরুন কান্তি চাকমা।সহযোগিতায় ছিলেন বনায়ন।

    আরও খবর

    Sponsered content