• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ঈশ্বরদীতে গনপিটুনিতে ঘটনাস্থলে এক চোর নিহত

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৩ , ১১:০৬:০৫ প্রিন্ট সংস্করণ

    ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ মোঃ মেহেদী হাসান

    পাবনার ঈশ্বরদীতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ঘটনাস্থলে বাবু (৪৫) নিহত হয়েছেন,মধ্যরাতে এ নির্মম ঘটনা ঘটে।বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের পূর্ব শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সাঁথিয়া উপজেলার দত্তকান্দি গ্রামের রজব আলীর ছেলে বাবু (৪৫)।

    পুলিশ ও স্থানীয়রা জানান, ঐ দিন রাতে ৮ থেকে ১০ জন চোরের একটি দল মুলাডুলি ইউনিয়নের পূর্ব শেখপাড়া গ্রামের ইদ্রিস আলী খানের বাড়িতে গরু চুরি করতে যায়। এক পর্যায়ে বাড়ির মালিক ইদ্রিস আলী খান ও তার ছেলে টের পেয়ে ঘর থেকে বের হলে চোরের দলটি পালানোর চেষ্টা করলে সবাই মিলে চিৎকার করে ধাওয়া করেন।এলাকাবাসীও তাদের সাথে যোগ দিয়ে ধাওয়া করে একজনকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়,ঐ সময়ে আটক ব্যক্তিকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা,পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বাড়ি সাথিয়া উপজেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইদ্রিস আলী খানসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ঈশ্বরদী থানায় নেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content