• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ৩:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী মোজাম্মেল হক (৬৫) নামের এক কলা ব্যবসায়ীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

    রবিবার (২৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে ঢাকা-রংপুর আন্ঞ্চলিক মহাসড়কের উপজেলার পান্থাপাড়া এলাকায় এদূর্ঘটনাটি ঘটে।

    নিহত মোজাম্মেল হক নামের ব্যক্তি সে উপজেলার বকচর গ্রামের বাসিন্দা ও সে পেশায় একজন কলা ব্যবসায়ি।

    এবিষয়টি নিশ্চিত করেছেন, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আফির আনোয়ার।

    স্থানীয়দের বরাত দিয়ে আফির আনোয়ার জানান, ওই সময় মোজাম্মেল নামের কলা ব্যবসায়ী ঢাকা-রংপুর আন্ঞ্চলিক মহাসড়কের পান্থাপাড়া এলাকায় অসাবধানতাবশত ব্যাটারীচালিত অটোরিকশা থেকে পড়ে যান। এরি একপর্যায়ে তাৎক্ষনিক ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী সদাগর এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এখবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে।

    গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    আরও খবর

    Sponsered content