• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    কুড়িগ্রামে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা রফিক গ্রেফতার

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ২:২৬:১৫ প্রিন্ট সংস্করণ

    মো:মোরশেদ হাসান লালু, কুড়িগ্রাম প্রতিনিধি

    প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা সহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসই নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশ দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারন সহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

    এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই ২০২৩ তারিখ উলিপুর থানায় মোটরসাইকেল চুরির মামলা রুজু হওয়ার পর থেকে উলিপুর থানা পুলিশ উক্ত মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে অনুসন্ধান চলমান রাখে। পরবর্তীতে চোর চক্রের মূলহোতা শনাক্ত হওয়ার পর জানা যায় তার বর্তমান অবস্থান রাজারহাট থানা এলাকায় এবং তাৎক্ষণিকভাবে উক্ত চোরকে গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করার লক্ষ্যে রাজারহাট থানা পুলিশের সহোযোগিতায় উলিপুর থানার মিজান এস আই নেতৃত্বে একটি চৌকস টিমের সফল অভিযানে গত ২৮ আগস্ট ২০২৩ তারিখ আনুমানিক ১৮.০০ ঘটিকায় রাজারহাট থানাধীন ২নং ছিনাই ইউনিয়নের সেলিম নগর বাজার এলাকা থেকে রাজারহাটের চাকির পশা গ্রামের মোঃ রাকিব মিয়া (১৯) কে চোরাইকৃত ১ টি বাজাজ পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও তার দেয়া তথ্য মতে গত ১০ আগস্ট ২০২৩ তারিখ উলিপুর থানা এলাকায় চুরি হওয়া আরো ১ ট চোরাই মোটরসাইকেল (বাজাজ ডিসকভার ১৫০ সিসি) রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে উদ্ধার করে উলিপুর থানার আরো একটি চৌকস টিম।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, উলিপুর থানায় মোটরসাইকেল চুরি মামলা রুজু হওয়ার সাথে সাথেই উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট ২০২৩ তারিখ আনুমানিক ১৮:০০ ঘটিকার সময় রাজারহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরাই চক্রের মূলহোতাকে হাতেনাতে গ্রেফতার করে রাজারহাট থানার একটি চৌকস টিম। এছাড়াও তার দেওয়া তথ্য মতে রংপুরের গঙ্গাচড়া থেকে আরো একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

    এভাবেই কুড়িগ্রাম জেলায় সংঘটিত অপরাধ দমন ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

    আরও খবর

    Sponsered content