• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেড়ে নিলো একটি তাজা প্রাণ

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৬:৩৫:০৭ প্রিন্ট সংস্করণ

    ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ মোঃ মেহেদী হাসান

    ঈশ্বরদী মশুরিয়া কামার পাড়াতে কাপড় ব্যবসার বাকীর টাকা পরিশোধ না করার কারনে মূল ঘটনার সূত্রপাত,নিভে গেলো একটি তাজা প্রাণ।

    সরোজমিনে দেখা গেছে ২৮ আগষ্ট সোমবার ঈশ্বরদী মশুরিয়া কামার পাড়া ময়না (৫৮) স্বামী রহম আলী মেয়ে নিশি একই গ্রামের কাপড় ব্যবসায়ী রনির স্ত্রী শিলা খাতুনের কাছ থেকে বাকীতে কাপড় ক্রয় করেন ,কাপড়ের মূল্য ৭০০০টাকার মধ্যে ২০০০টাকা বাকী নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা সৃষ্টি হয়।স্থানীয় জাহাঙ্গীর ও আসিফ উপস্থিত হয়ে শিলার পক্ষ নিয়ে নিশিকে মারধর করেন । নিশির ভাই মমিন ও রিপন কেনো বোনকে মারধর করেছে কারন জানতে গেলে তাদের মারধর করে এক পর্যায়ে আসিফ আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
    এর জের ধরে রাতে মমিন ও রিপনকে না পেয়ে তার মা ময়না (৫৮) সাথে বাঁক বিতন্ডায় এক পর্যায়ে জাহাঙ্গীর,ইমরান ,আলমগীর ,সুজন আকাশ লোহার রড দিয়ে তিন সন্তানের জননী ময়না (৫৮)বেগমকে পিটানো শুরু করে

    লোহার রড দিয়ে এলোপাতালি পিটাতে থাকে। এসময় ময়না(৫৮)মাটিতে লুটিয়ে পরে তার আত্ম চিৎকারে আত্মীয় সজন সহ আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।সেখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেয়। তার অবস্থা অবনতি হতে থাকে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগে পথে তার মৃত্যু ঘটে। ময়নার (৫৮)লাশ পোস্টমর্টেম করার জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার ২৯ আগষ্ট উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার ,ঘটনাস্থলে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে খুব শিগ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে।

    আরও খবর

    Sponsered content