• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    শ্রীমঙ্গলে তিন ছিনতাইকারী আটক’ টাকাসহ মালামাল উদ্ধার

      বাবলু আচার্য শ্রীমঙ্গল, উপজেলা বিশেষ প্রতিনিধিঃ- ৪ এপ্রিল ২০২৩ , ৯:৪৯:০৭ প্রিন্ট সংস্করণ

    শ্রীমঙ্গলে তিন জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল শহরের চৌমুহনাস্থ ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ এর স্বত্তাধিকারী বাবুল আহমেদ ৩ এপ্রিল রাত অনুমান দেড়টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ হতে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফেরার পথে শ্রীমঙ্গল থানাধীন শ্যামলী আবাসিক এলাকার পৌর শ্মশান ঘাটের সামনের পাঁকা রাস্তার উপর পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ছিনকাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা কালো রংয়ের ব্যাগ ধরে টানটানি শুরু করে।

    পরে বাবুল আহমেদ তাদের বাধা প্রদান করলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাদের হাতে থাকা ইট দিয়ে বাবুল আহমেদ মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর জখম অবস্থায় বাবুল আহমেদ মাটিতে লুটিয়ে পড়িলে ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা ব্যবসার নগদ ২৮ হাজার টাকা ব্যাগসহ ছিনতাই করে নিয়ে যায়।

    এছাড়াও ছিনতাইকারীরা বাবুল আহমেদ এর ব্যবহৃত একটি OPPO এবং একটি I-PHONE7 মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় বাবুল আহমেদ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এর প্রেক্ষিতে মামলা রুজু হয়।

    পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশনায় এসআই অলক বিহারী গুন সঙ্গীয় নিয়ে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১. মো. মাসুম মিয়া (২২), কিশোর অপরাধী ২. মো. আলম তালুকদার, (১৭) এবং, ৩. আরমান মিয়া (১৫) কে গ্রেফতার করেন।

    গ্রেফতাকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে নগদ ১০ হাজার টাকা, একটি OPPO মোবাইল ফোন এবং বাবুল আহমেদ এর ব্যবহৃত ব্যাগ উদ্ধার পূর্বক জব্দ করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলেই ঘটনার কথা স্বীকার করেন।

    আরও খবর

    Sponsered content