• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    চুয়াডাঙ্গার দর্শনা ভাংড়ি ব্যবসায়ীসহ ৫ চোর গ্রেফতার, মালামাল উদ্ধার

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ১০:৪১:১২ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গার দর্শনা সরকারী কলেজে এক রাতে ৪ টি ভবনের তালা ভেঙ্গে ফ্যান, বৈদ্যুতিক তার ও বাথরুমের বিভিন্ন সামগ্রী চুরির চোর চক্রকে পুলিশ গ্রেফতার করেছে।তাদের স্বীকারোক্তিতে ভাংড়ির দোকানের গোডাউন থেকে পুলিশ মালামাল উদ্ধার করেছে।
    মঙ্গলবার মাঝ রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ শামিম রেজা সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার কলেজের পিছনে ঘুঘুডাঙ্গার তালতলা পাড়ার শাহিন শরিফের বাড়িতে অভিযান চালায়।এসময় তার ঘরের মধ্যে চাউলের ড্রামের ভিতর অভিনব কায়দায় রাখা ১০টি সিলিং ফ্যানের বডি, ১৫ টি সিলিং ফ্যানের রড, ৩ ১৮টি স্টিলের পানির বেসিনের পাইপ, ২টি কোমডের ফ্লাশ পাইপ, ৩টি ফ্লাশ পাইপের ট্যাব, লাল কালো রংয়ের বৈদ্যতিক তার, ৬টি ক্যাপাসিটার কিছু তার উদ্ধার করে।পরে তার তথ্যের ভিত্তিতে রাতেই দর্শনার মোহাম্মদপুর ভাংড়ি ব্যবসায়ী রফিকুল ইসলাম মিন্টুর ভাংগাড়ির দোকানের পিছনের গোডাউন হতে ৬ কয়েল বক্স, ১২টি বিয়ারিং, ৬টি সিলিং ফ্যানের কয়েল রিং, তামা তার, ৪৫টি সিলিং ফ্যানের পাখা উদ্ধার করে। পরে চোরচক্রের ৫ জনকে বিভিন্নস্থান হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো ঘুঘুডাঙ্গার কাশেম শরীফের ছেলে মোঃ শাহিন শরিফ (২৫) ও মোঃ সিজান শরিফ (২০), মোহাম্মদপুর গ্রামের নুরুল বক্সের ছেলে, ভাংড়ি ব্যবসায়ী
    রফিকুল ইসলাম মিন্টু (৫২), দর্শনা কলেজ পাড়ার রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান হীরক (২৯), ও মাহাবুবুর রহমানের ছেলে মাকসুদুর রহমান শাকিল (৩০)।
    উল্লেখ্য আগের রাতে দর্শনা সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ আনোয়ারুল কবির দর্শনা থানায় লিখিত এজাহার দায়ের করেন।এজাহারে জানান, অজ্ঞাতনামা চোরেরা রাতে দর্শনা সরকারী কলেজের ছয়তলা বিশিষ্ট নতুন ভবনের নিচ তলা, ৩য় তলা, ৪র্থ তলা, ৫ম তলার ১টি করে রুমের তালা ভেঙ্গে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে।গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে।

    আরও খবর

    Sponsered content