• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মানিকছড়িতে অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ কৃষক-কৃষাণীদের মাঝে জরুরী ত্রাণ সহায়তা প্রদান

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ৭:১৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদের মাঝে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

    ৩০ আগস্ট-২০২৩ বুধবার বেলা ১১ টায় মানিকছড়ি অডিটোরিয়াম চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকছড়ি সহায়তায় অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীদের মাঝে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

    অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীদের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো. কামরুল হাসান, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মো. ইউনুস নুর, ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, আব্দুল মতিন প্রমুখ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের মানিকছড়ি উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসারগণ যথাক্রমে-উমা প্রসাদ বড়ুযা, অমূল্য কুমার দাস, মোহসেনুল হক পাটোয়ারী, অঞ্জন কুমার নাথ, বেলায়েত হোসেন, পাপড়ী বড়ুয়া, মো. এমরান উদ্দিন, জুয়েল মনি পাল, উৎপল রায় ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    উপজেলার ৪ টি ইউনিয়নের ১২০ জন কৃষককে প্রতিজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই সহায়তা প্রদান করা হয়। চাল-১০ কেজি, ডাল-১ কেজি, লবন-১ কেজি, চিনি-১ কেজি, তেল-১ কেজি, মরিচের গুড়া-১০০ গ্রাম, হলুদের গুড়া-২০০ গ্রাম, ধনিয়া গুড়া-১০০ গ্রাম করে সামগ্রী বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content