• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লংগদুতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০৭:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ আলমগীর হোসেন লংগদু প্রতিনিধি

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে, লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগছনের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়। সভায় লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি, মোঃ আবু নাছির।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান, আব্দুল বারেক দেওয়ান, লংগদু উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক এম এ হালিম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক ওসমান গণি লিটু, উপজেলা যুবদলের সদস্য সচীব সৈয়দ ইউনুস (প্রমুখ)।

    বক্তারা বলেন, দেশে বাকশাল কায়েম করতে আওয়ামীলীগ যে কোন মূল্যে আবারো ক্ষমতায় আসতে চাইছে। তারা দেশের অবস্থ বারোটা বাজিয়ে দিয়েছে। স্বচ্ছ নির্বচন হলে এই সরকার আসতে পারবেনা জেনে তথ্যাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে সাহস পাচ্ছে না। আগামীতে কেন্দ্রীয় ঘোষিত যে কোন কর্মসূচী বাস্তবায়নে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

    এসময় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মেম্বার, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি মোঃ ফজল করিম, জাসাস’র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, কৃষক দলের সভাপতি তৈয়ব আলী, ছাত্রদলের আহবায়ক মোঃ রায়হান উদ্দিন, যুগ্ন আহবায়ক তানবীর আহম্মেদ সহ উপজেলা বিএনপির ও অঙ্গ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
    শেষে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং সকল নেতা-কর্মীদের মাঝে পরিবেশন করা হয়।

    আরও খবর

    Sponsered content