• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ঈশ্বরদীতে অস্বাভাবিক মৃত্যু

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৩২:০৬ প্রিন্ট সংস্করণ

    ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ মোঃ মেহেদী হাসান

    ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নে অস্বাভাবিক মৃত্যু বীণা খাতুন (৫২) নামে মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। লাশের মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। ঈশ্বরদী থানা পুলিশ এ মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে ধারণা করছেন।
    শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাহাপুরের মসজিদ পাড়া এলাকায় সাবেক স্বামীর নিজ বাড়ির খড়ির ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

    অপরদিকে পরিবারের সদস্যরা দাবি করছেন নিহত বীনা খাতুন সকলের অগচরে দিনের কোন এক সময় বিষপাণ করে আমাদের রান্না ঘরে এসে উঠেছে সেটা আমরা জানতেই পারিনি,ফলে সেখানেই তার মৃত্যু হয়
    এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, পার্শ্ববর্তী লালপুর উপজেলায় জনৈক এমদাদের সাথে নিহত বীণার খাতুনের প্রথম বিয়ে হয়। স্বামীর সাথে সর্বদা কলহ লেগে থাকতো কয়েক বছর আগে উভয়ের নিজ ইচ্ছামতে ছাড়াছাড়ি করে নেই।প্রথম পক্ষে বীণার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলে ও মেয়ে উভয় প্রাপ্ত বয়স্ক এবং উভয়েই এখন বৈবাহিক জীবন যাপন করছে।বীণা খাতুন বছর খানেক আগে জনৈক কাজী ওমর (৫৫) এর সাথে বীণার দ্বিতীয় দফায় বিয়ে হয়। কাজী ওমরের এটি তৃতীয় পক্ষ। তার এক স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়েছে এবং ঘরে আরেক স্ত্রী রয়েছে। স্ত্রী থাকা অবস্থায় সে বীণাকে বিয়ে করেন।তবে বিয়ের পর বীণা নিজ বাড়িতেই থাকতো,কাজী ওমর সেখান যাতায়াত করতো, সূত্রমতে তাদের নাকি ছাড়াছাড়িও হয়ে গেছে
    কিন্তু কাল হঠাৎ ওমর আলীর রান্নাঘর থেকে বীণা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি সত্যিই রহস্যজনক।
    ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর সুরতহালে মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে এবং কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল।সেকারনে মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে মনে হচ্ছে। রবিবার (৩সেপ্টেম্বর )ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনায় পাঠানো হবে। রাত সাড়ে ১১টা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ রহস্যজনক মৃত্যুর সঠিক ঘটনা উদঘাটনে তৎপর রয়েছে বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content