• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়িতে কাজু বাদাম ও কফি চাষে কৃষকদের প্রশিক্ষণ, সার ও চারা বিতরণ

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩০ জনকে চারা, সার ও কীটনাশক এবং বাগান সৃজন ও পরিচর্চায় নগদ অর্থ বিতরণ ও অপর ৩০ জনকে কাজুবাদাম ও কফি চাষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

    ৩ সেপ্টেম্বর-২০২৩ রবিবার উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে কাজুবাদাম ও কফি চাষে কৃষি অফিস মিলনায়তনে ৬০ জন কৃষক নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩০ জনের মাঝে চারা, ওষধ ও কীটনাশক দেওয়া হয়। অপর ৩০ জনকে উদ্ভুদ্ধকরণে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

    কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে কফি চাষে প্রতি কৃষককে দেওয়া হয়েছে ভার্মি কম্পোস্ট ১৬০ কেজি, ইউরিয়া ৩৫ কেজি, টিএসসি ২৫ কেজি, এমওপি ২৫ কেজি, জিপসাম ২০ কেজি এবং বালাইনাশক হিসেবে কট, ডিপার, এমপুজিম, একামাইট এবং বাগান পরিচর্চা ও শ্রমিক বাবদ সাড়ে ১৭শ টাকা। আর কাজুবাদাম চাষে প্রতি কৃষক ভার্মি কম্পোস্ট ২০০ কেজি, ইউরিয়া ৭৫ কেজি, টিএসসি ৩৫ কেজি, এমওপি ৩৫ কেজি, জিপসাম ২০ কেজি এবং বালাইনাশক হিসেবে কট, ডিপার, এমপুজিম, একামাইট এবং বাগান পরিচর্চা ও শ্রমিক বাবদ সাড়ে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

    মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার, মো. কামরুল হাসান’র সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশিক্ষণ অফিসার, বাছিরুল আলম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content