• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়ির জামতলায় গলায় ফাঁস দিয়ে ১ ব্যক্তির আত্মহত্যা

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৩ , ৬:১৯:২৫ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সাংসারিক অভাব অনটনে ঋণগ্রস্ত হয়ে পড়ায় জামতলার আমিনুল ইসলাম (৫০) নামক এক ব্যক্তি দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    ৩ সেপ্টেম্বর-২০২৩ রবিবার মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামতলা এলাকায় মো. আমিনুল ইসলামের সংসারে ২ স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা রয়েছে। প্রথম স্ত্রী মেহেরুনেছা সন্তানাদি নিয়ে শ্বশুরালয়ে থাকেন।

    ২য় স্ত্রী রুজিনা বেগমকে নিয়ে সংসারে আমিনুল দীর্ঘদিন অসুস্থতায় নিজের সিএনজি অটোরিকশা বিক্রি করার পাশাপাশি এনজিও থেকে লক্ষাধিক টাকা ঋণ উত্তোলন করেন। নিয়মিত ঋণ পরিশোধ ও সাংসারিক ভরণপোষণে হতাশাগ্রস্ত মো. আমিনুল ইসলাম ৩ আগস্ট-২০২৩ রবিবার দুপুর ১২ টার দিকে স্ত্রীর অনুপস্থিতিতে ঘরে ভীমের (আরা) সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

    খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পুত্র মো. নজরুল ইসলাম জানান, আমার আব্বা তাঁর ২য় সংসার নিয়ে এখানে থাকেন। এ সংসারে আমাদের কোন ভাই, বোন নেই। কী কারণে আব্বা গলায় ফাঁস দিল, সেটা বুঝতে পারছি না।

    নিহতের ভাগিনা (প্রতিবেশী) আবদুর রহিম জানান, মামা অনেক অসুস্থ থাকায় তার চিকিৎসায় সিএনজি অটোরিকশা বিক্রি করার পাশাপাশি এনজিও থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়ে ছিল। সপ্তাহে ১ হাজার ৩ শ ৫০ টাকা কিস্তি, ওষুধ কিনা ও সংসারের ব্যয় নিয়ে ইদানিং হতাশায় ভুগছিল।

    রবিবার সকালে বাজারে গিয়ে কয়েকজনের কাছে ভূলত্রুটি ক্ষমা চায় এবং বলে যে, আমি মরে যাব। ভালো লাগে না। এর পরই দুপুর ১২ টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে নতুন কেনা রশি গলায় বেঁধে ভীমের সাথে ঝুলে আত্মহত্যা করেন।

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, নিহতের পারিবারিক সূত্রের দাবী রোগে হতাশাগ্রস্ত থেকে তিনি আত্মহত্যা করেন। আমরা (পুলিশ) লাশ উদ্ধার করে খাগড়াছড়ি মর্গে পাঠিয়েছি।

    আরও খবর

    Sponsered content