• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে একজন আহত

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৭:৩৩ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান,( বগুড়া) প্রতিনিধি:

    বগুড়া সদর উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকায় আশিক সরকার (৩৬) নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে এক হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা।
    সোমবার ৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে উপজেলার এরুলিয়া-বানদিঘী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হাতের কব্জি ও পায়ের গোড়ালি হারানো গুরুতর আহত আশিক ওই এলাকার তোজাম্মেল হক তোতার ছেলে।
    বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর শাহিনুজ্জামান হামলার ঘটনা নিশ্চিত করে জানান, আশিক সরকারকে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন দুর্বৃত্ত হামলা করে কুপিয়ে তার বাম হাতের কবজি এবং দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলেছে। এ ঘটনার পরপরই আহত অবস্থায় আশিককে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখান থেকে রাত ১২টার দিকে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
    তিনি আরো জানান, কি কারণে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ হামলায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। আহত ব্যক্তি পুলিশের কাছে ৩-৪ জনের নাম বলেছে। হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

    আরও খবর

    Sponsered content