• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    বেতারের একনিষ্ঠ শ্রোতা-ডিএক্সার থেকে একজন বেতারকর্মী হলেন এম সবুজ মাহমুদ

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ৮:০৭:৪৮ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

     

    প্রাথমিক বিদ্যালয়ে পড়া অবস্থায় প্রাইভেট পড়তে যেতেন পড়শী এক মামার কাছে। সেখানে প্রাইভেট পড়তে পড়তেই বুঝতে পারেন মামা রেডিওর অনুষ্ঠান শুনেন এবং রেডিওতে চিঠি লিখেন। সেই থেকে রেডিও শোনা শুরু। রেডিও অনুষ্ঠানের সাথে যাত্রা শুরু ৯০ দশকে। এরপর বাবার ব্যবহৃত ফিলিপস রেডিও নিয়ে অবিরাম রেডিও অনুষ্ঠান শোনা এবং অনুরোধ, মতামত ও ভালো লাগা মন্দ লাগার আবেগ-অনুভূতি জানিয়ে বেতার কেন্দ্রে চিঠি লেখা চলতে থাকে অবিরাম।

    ২০০০ সালে মাদারগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে যোগ দেন। এর বছর দুয়েক পরে অপরূপা রেডিও লিসেনার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও লেখালেখি করেন কিছুদিন। অতঃপর ২০০৪ সালে ৭১ জন বেতারপ্রমী শ্রোতা নিয়ে গড়ে তোলেন শ্রোতা সংঘ নীড় ইউনিটি ডিএক্স ক্লাব।

     

    সেই ২০০০ সাল থেকেই বাংলাদেশ বেতারের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বেতারে বাংলা ও ইংরেজি ভাষার অনুষ্ঠান নিয়মিত ভাবে শুনতে থাকেন এবং মতামত পাঠাতে থাকেন। বিদেশী রেডিও গুলোর অনুষ্ঠান শুনে শ্রবণমান তুলে ধরে রিসিপশন রিপোর্ট পাঠিয়ে সংগ্রহ করেছেন অজস্র কিউএসএল কার্ড।

     

    নীড় ইউনিটি ডিএক্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন বেতার স্টেশন থেকে। বাংলাদেশ বেতার সর্বপ্রথম ৪০ টি শ্রোতা ক্লাব’কে নিবন্ধিত করার মাধ্যমে শ্রোতা ক্লাব কার্যক্রম শুরু করে ২০১২ সালে। সেখানে তার প্রতিষ্ঠিত নীড় ইউনিটি ডিএক্স ক্লাব নিবন্ধন পায় এবং বাংলাদেশ বেতারের ৭৫ বছরপূর্তির “হীরক জয়ন্তী” অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রিত হয়।

     

    এ ছাড়াও জার্মান বেতার ডয়েচে ভেলে, চীন আন্তর্জাতিক বেতার, জাপানের এনএইচকে ওয়ার্ল্ড, ভয়েজ অব আমেরিকা ও ফিলিপাইনের রেডিও ভেরিতাস এশিয়া থেকেও স্বীকৃতি পেয়েছে তার প্রতিষ্ঠিত শ্রোতা সংঘ।
    একনিষ্ঠ ডিএক্সার হিসেবে বিবিসি বাংলাসহ বিভিন্ন দেশী-বিদেশী বেতারের শ্রোতা সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং আনুষ্ঠানিক সাক্ষাৎকার প্রদান করেছেন।

     

    দেশ-বিদেশের বিভিন্ন বেতার কেন্দ্র থেকে অসংখ্য নামী দামি পুরস্কার বিজয়ী হয়েছেন। ২০০৮ সালে সৌদি আন্তর্জাতিক বেতারে কুইজ বিজয়ী হয়ে পেয়েছেন ৫৫০ রিয়াল নগদ অর্থ। ২০১৬ সালে বিশ্ব বেতার দিবসে বাংলাদেশ বেতার থেকে পেয়েছেন “শ্রেষ্ঠ শ্রোতা”র স্বীকৃতি।

    একজন আন্তর্জাতিক রেডিও ডিএক্সার হওয়ায় দেশ-বিদেশের অসংখ্য শ্রোতাদের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। কলমী বন্ধুদের লেখা হাজার হাজার চিঠি তার সংগ্রহে আছে। সংগ্রহে আছে দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন বেতার কেন্দ্র থেকে পাওয়া অসংখ্য রেডিও সেটসহ মূল্যবান উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক। শ্রোতা বন্ধুদের সাক্ষাতের জন্য ভ্রমণ করেছেন দেশের বেশির ভাগ জেলায়।

    একজন সফল সার্থক শ্রোতা হিসেবে ২০১৭ সালে শখের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ বেতারেই কর্মজীবন শুরু করেন। যা বেতার এবং শ্রোতা মহলে এক বিরল সফলতার দৃষ্টান্ত। বেতারের বাণিজ্যিক কার্যক্রম ইউনিটে প্রযোজনা সহকারী হিসেবে কাজের দায়িত্ব পেয়ে অনুষ্ঠান পরিকল্পনা, অনুষ্ঠান সম্পাদনাসহ নিউ মিডিয়ার যাবতীয় কাজ নিরলস ভাবে করে যাচ্ছেন।

    জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় তারতাপাড়া গ্রামে ১৯৯০ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারে তারা ২ ভাই ও ১ বোন। বাবা দেড় যুগেরও বেশি সময়ের প্রবাসী। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিজ গ্রাম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারতাপাড়া উচ্চ বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিক শেষ করেন মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ থেকে। অনার্স (বিএসএস) ও মাস্টার্স (এমএসএস) করেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে।

    ২০১৪ সালে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন ব্যাচমেট মাহমুদা পরীর সাথে। ব্যক্তি জীবনে দেশ ভ্রমণ, লেখালেখি, বইপড়া ও ডিএক্সিং করতে পছন্দ করেন। বর্তমানে নিজের শখ ও কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই বেতারকর্মী। প্রকৃতির নানা সৌন্দর্যের ছবি, কবিতা, স্মৃতিচারণ ও গল্প লিখেন সব সময়। সমাজের নানা অসংগতি নিয়ে জাতীয় দৈনিক গুলোতেও তার অজস্র চিঠিপত্র ছাপা হয়েছে বিভিন্ন সময়। কর্মজীবনের নানা ব্যস্ততার ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কাজে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

    আরও খবর

    Sponsered content