• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অভয়নগরে রাস্তার বেহাল দশা,জনগণের ভোগান্তির শেষ নেই

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ১০:৩৮:৪১ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগর উপজেলার কোদলা নাড়াডাঙ্গির মাথা ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা,জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।সরেজমিনে দেখা গেছে, রাস্তাটি শ্রীধরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কোদলার উত্তর- পুর্বপাড়া পাকা সড়ক থেকে শুরু হয়ে নাড়াডাঙ্গির দিকে ১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায় ২০/২৫ বছর আগে এই অঞ্চলে লোকজন বসবাস শুরু করে। এখন প্রায় ৫ হাজার লোক বসবাস করে ওই গ্রামে। এব্যাপারে স্থানীয় জনসাধারণ জানায়,বুড়বুড়িয়া বিলে প্রায় ১ শত ৫০ টি মাছের ঘের আছে,তাছাড়া ধান, গম, পাট সবজিসহ নানা ফসল চাষ হয় এই বিলে। বুড়বুড়িয়ার বিলের সকল ফসল এই রাস্তা দিয়ে পরিবহন করে বাজারজাত করা হয়। কিন্তু বৃষ্টি মৌসুম আসলে ভোগান্তির অন্ত থাকেনা। ফলে মানুষ ঘর থেকে বাহির হতে পারেনা। অন্যদিকে ওই এলাকার মানুষ অসুস্থ হলে, রোগীদের ডাক্তার দেখাতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। খোঁজ নিয়ে আরো জানা গেছে, ওই গ্রামে বিভিন্ন সময় নির্বাচিত জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের পতিশ্রুতি দিয়েও দীর্ঘদিন ওই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহন করেনি,কেউ কথা রাখেনি। ফলে এলাকার সাধারণ মানুষের চলাচলে পড়তে হয় চরম ভোগান্তিতে।রাস্তাটি দ্রুত পাকাকরণ করে এলাকাবাসীর দুর্দশা লাগবে সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবী জানিয়েছেন সচেতনমহল। এবিষয়ে অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দীন বলেন,বর্ষা হলে রাস্তাটির খারাপ অবস্থা হয়।আগামীতে রাস্তাটি পাকাকরণের পরিকল্পনা রয়েছে।খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content