• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৬:২২:১৮ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় বাস ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, ২টি মোটরসাইকেল ও ৩টি বাটেন মোবাইল ফোন জব্দ করা হয়।

    শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃতরা হলেন:- বগুড়ার সারিয়াকান্দি থানাধীন এলাকার মো. ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর (৫৪), শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২)।

    প্রেস ব্রিফিংয়ে জেলা
    পুলিশ সুপার কামাল হোসেন জানান, বুহস্পতিবার (৭ সেপ্টম্বর) ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় নামক এলাকায় অভিযান পরিচলনা করা হয়। ওইসময় বাস ডাকাতি প্রস্তুতিকালে উল্লেখিত ডাকাতি কাজের সরঞ্জামসহ ডাকাত দলের সক্রিয় সদস্যদেরকে গ্রেফতার করা হয়।

    এসময় আরও জড়িত ৪-৫ জন ডাকাত দলের সক্রিয় সদস্য ঘটনাস্থল থেকে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ধৃত আসামিদের দেওয়া তথ্য মোতাবেক পালিয়ে যাওয়াদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।ধৃত আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

    এর আগেও ধৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

    প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (জন – প্রশাসন) ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, ধ্রুব জ্যোতিময় গোব, জেলা ডিবির ওসি মোখলেছুর রহমান, জেলা পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।

    আরও খবর

    Sponsered content